
অল্পের জন্য নর্ম মিস করলেন পরাগ
ইরানের তেহরানে পেতাক্ত কাপ ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল ক্যাটাগরি ‘এ’ টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান চতুর্থ হয়েছেন। তিনি ৯ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে তৃতীয়স্থানে জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ হন। অপরদিকে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৬ পয়েন্টে পেয়ে সপ্তম হয়েছেন। পরাগ এক পয়েন্টের জন্য আন্তর্জাতিকমাস্টারের নর্ম লাভে বঞ্চিত হন।
শুক্রবার নবম বা শেষ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের আন্তর্জাতিকমাস্টার গোলিামি ওরিমি মাহদির (২৪২২) সাথে এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ইরানের ফিদেমাস্টার আতাখান আবতিনের (২৩৭০) সাথে ড্র করেন।
এর আগে বৃহস্পতিবার অষ্টম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপোর মাসউদের (২৪৭৩) সাথে ড্র করেন। তবে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ইরানের ফিদেমাস্টার আশরাফ আরতিনকে (২৩৫৯) পরাজিত করেন।
এ আসরে মেহেদী হাসান পরাগ (২১৯৮) ৪৭ রেটিং ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ১১ রেটিং বৃদ্ধি করেছেন। শুধু তাই নয়, ফাহাদ পাঁচ শত মার্কিন ডলার ও পরাগ দুই শত মার্কিন ডলার অর্থ পুরস্কার পেয়েছেন।
এ প্রতিযোগিতায় ইরানের গ্র্যান্ডমাস্টার মাসাদ্দেকপোর মাসউদ ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং একই দেশের আন্তর্জাতিকমাস্টার গোলিামি ওরিমি মাহদি ৭ পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন।
উল্লেখ্য ১১টি দেশের ৬ জন গ্র্যান্ডমাস্টার ও ৮ জন আন্তর্জাতিকমাস্টারসহ মোট ৭২ জন খেলোয়াড় এ আসরে অংশগ্রহণ করেন।