
ক্যাসপিয়ান কাপে ফাহাদ-পরাগের জয় নিয়ে শুরু
ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ জয় দিয়ে শুরু করেছেন।
গিলান প্রদেশের রাশত শহরে রোববার রাতে প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের আবুল ফজল খানিপোউরকে (১৯০২) এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ইরানের জোয়ানদে হাসানকে (১৮৩৩) পরাজিত করেন।
উল্লেখ্য ৯টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৭ জন আন্তর্জাতিকমাস্টার, ১ জন নারী আন্তর্জাতিকমাস্টার ও ৯ জন ফিদেমাস্টারসহ ১৪৪ খেলোয়াড় এ আসরে অংশ নিচ্ছেন।
১৩ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।