কাল দিবাকে হারালেই খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক জাতীয়

বেগম লায়লা আলম ১৩তম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের ওয়ারসিয়া খুশবু ৫.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। খুশবু আগামীকাল সপ্তম রাউন্ডে বাংলাদেশ পুলিশের ইশরাত জাহান দিবাকে হারাতে পারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হবে।

এদিকে বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ ও বাংলাদেশ পুলিশের ইশরাত জাহান দিবা ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন।

অপরদিকে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে ৬ জন তৃতীয়স্থানে স্থানে অবস্থান করছেন। তারা হলেন বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, বাংলাদেশ পুলিশের নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ও নুশরাত জাহান আলো ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ঠাকুর জানিয়া হক।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ষষ্ঠ রাউন্ডে ওয়ারিসয়া খুশবু ওয়াদিফা আহমেদের সাথে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুমের সাথে ড্র করেন।

তবে ইশরাত জাহান দিবা নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভাকে, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ জেসমিন আক্তারকে, নুশরাত জাহান আলো ওয়ারিসা হায়দারকে, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস সুরাইয়া আক্তারকে, ঠাকুর জানিয়া হক মোছাম্মৎ জুথি মনিকে, আফরিন জাহান মুনিয়া রিক্তার সরকারকে, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা সিমন আহমেদকে, নুশরাত জাহান লিজা আয়েশা আক্তার হাবিবাকে, সানজিদা সাকিব জারিন তাসনিমকে, নাজমিন আক্তার তানজিলা আক্তারকে, জান্নাতুল প্রীতি ফাতহা আইনুন দিয়াকে, জাকিয়া আক্তার কৌমুদী নার্গিসকে ও মারযুকা মোর্কারমা মেহজাবিন ইসলামকে পরাজিত করেন। জাহানার হক রুনু নীলাভা চৌধুরীর সাথে ড্র করেন।

সপ্তম বা শেষ রাউন্ডের খেলা আগামীকাল সকাল ১১টায় একই স্থানে শুরু হবে। খেলা শেষে বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।