ছোট্ট খুশবুর বড় সাফল্য

আন্তর্জাতিক জাতীয়

বেগম লায়লা আলম ১৩তম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতায় সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের ওয়ারসিয়া খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

এদিকে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন টাইব্রেকিং পদ্ধতিতে যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা রানারআপ, বাংলাদেশ পুলিশের ইশরাত জাহান দিবা তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম চতুর্থ ও বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো পঞ্চমস্থান লাভ করেন।

অপরদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে ৬ জন টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ ষষ্ঠ, বাংলাদেশ পুলিশের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা সপ্তম, চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাব অষ্টম, কুমিল্লার নুশরাত জাহান লিজা নবম, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের আফিরিন জাহান মুনিয়া দশম ও তিতাস ক্লাবের জাহানারা হক রুনু ১১তম হয়েছেন।

এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন- অনূর্ধ্ব-১৬ বিভাগে সুরাইয়া আক্তার, অনূর্ধ্ব-১৪ বিভাগে জান্নাতুল প্রীতি, অনূর্ধ্ব-১২ বিভাগে আয়েশা আক্তার হাবিবা, অনূর্ধ্ব-১০ বিভাগে জোয়েনা মেহবিশ এবং আনরের-জেসমিন আক্তার।

আজ মঙ্গলবার সকালে সপ্তম বা শেষ রাউন্ডের খেলায় ওয়ারসিয়া খুশবু ইশরাত জাহান দিবার সাথে ড্র করেন। নুশরাত জাহান আলো ওয়াদিফা আহমেদকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌসকে, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা ঠাকুর জানিয়া হককে, জাহানার হক সানজিদা সাকিবকে আফরিন জাহান মুনিয়া নীলাভা চৌধুরীকে, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা জেসমিন আক্তার, নুশরাত জাহান লিজা নাজমিন আক্তারকে, জান্নাতুল প্রীতি মারযুকা মোকাররমাকে ও সুরাইয়া আক্তার ওয়ারিসা হায়দারকে পরাজিত করেন।

৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ আসরে ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ এক লক্ষ টাকার অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন ওয়ারসিয়া খুশবু বিশ হাজার টাকা, রানারআপ নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা পনেরো হাজার টাকা ও তৃতীয় ইশরাত জাহান দিবা দশ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করেন।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহসচিব কে এম শহিদউল্যা।