ইরানে তৃতীয় রাউন্ডে ফাহাদের ড্র, পরাগের হার
ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে ২.৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১৫ জনের সঙ্গে দ্বিতীয়স্থানে রয়েছেন। অন্যদিকে ২ পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৩১ জনের সঙ্গে তৃতীয়স্থানে অবস্থান করছেন।
গিলান প্রদেশের রাশত শহরে মঙ্গলবার রাতে তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের ফিদেমাস্টার খাদেমি মোহাম্মদ মিরানের (২১৬৪) সাথে ড্র করেছেন। তবে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ভারতের আন্তর্জাতিকমাস্টার কুশাগ্রা মোহনের (২৩৮৪) কাছে পরাজিত হয়েছেন।
বুধবার চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের খামিসি এস জাফরের (২১৫৬) সাথে এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) পিলভাইহ আলীর (১৯৯১) সাথে মোকাবেলা করবে।