চতুর্থ রাউন্ডে ফাহাদ-পরাগের জয়

Uncategorized

ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড শেষে ৩.৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১০ জনের সঙ্গে দ্বিতীয়স্থানে রয়েছেন। অন্যদিকে ৩ পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১৯ জনের সঙ্গে তৃতীয়স্থানে অবস্থান করছেন।

গিলান প্রদেশের রাশত শহরে বুধবার সকালে চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের খামিসি এস জাফরকে (২১৫৬) এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ইরানের পিলভাইহ আলীকে (১৯৯১) পরাজিত করেন।

বুধবার রাতে পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ও ইরানের রাস্তবোদ আলী (২৩৩০) ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ইরানের ফিদেমাস্টার সেদাঘাটি মেহেরদাদ (২০৯৯) একে অপরের মোকাবেলা করবেন।