
পাঁচ জনের সঙ্গে শীর্ষে উঠে এলেন ফাহাদ
ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে ৪.৫ পয়েন্ট নিয়ে পাঁচ জনের সঙ্গে শীর্ষে উঠে এসেছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। অন্যদিকে ৩.৫ পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১১ জনের সঙ্গে তৃতীয়স্থানে অবস্থান করছেন।
গিলান প্রদেশের রাশত শহরে বুধবার রাতে পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ও ইরানের রাস্তবোদ আলীকে (২৩৩০) পরাজিত করেন। তবে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ইরানের ফিদেমাস্টার সেদাঘাটি মেহেরদাদের (২০৯৯) সঙ্গে ড্র করেছেন।
বৃহস্পতিবার রাতে ষষ্ঠ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ও ভারতের ফিদেমাস্টার আরাধ্যা গর্গ (২২৬৮) এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ও আর্মেনিয়ার মানুক্যান সেবাক (২১৪৩) পরস্পরের মোকাবেলা করবেন।