
এবার ৭ জনের সঙ্গে শীর্ষে ফাহাদ
ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে ৭ জনের সঙ্গে শীর্ষে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
অন্যদিকে ৩.৫ পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১৯ জনের সঙ্গে চতুর্থস্থানে অবস্থান করছেন।
গিলান প্রদেশের রাশত শহরে বৃহস্পতিবার রাতে ষষ্ঠ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ভারতের ফিদেমাস্টার আরধ্য গার্ঘের (২২৬৮) সাথে ড্র করেন।
তবে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) আর্মেনিয়ার মানুকিয়ান সেভাকের (২১৪৩) কাছে পরাজিত হয়েছেন।