
ইরানে ফাহাদ-পরাগের হার
ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টের অষ্টম রাউন্ড শেষে ৫.৫ পয়েন্ট নিয়ে ৮ জনের সঙ্গে তৃতীয়স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
অন্যদিকে ৪.৫ পয়েন্ট পেয়ে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ১৪ জনের সঙ্গে পঞ্চমস্থানে অবস্থান করছেন।
গিলান প্রদেশের রাশত শহরে রোববার রাতে অষ্টম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ভারতের আন্তর্জাতিকমাস্টার কুশাগরা মোহনের (২৩৮৪) কাছে পরাজিত হয়েছেন।
এদিকে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগও (২১৯৮) স্বাগতিক ইরানের মোহাম্মদিয়ান সেচানি আরশিয়ার (২০৭৩) কাছে হেরেছেন।
২০ ফেব্রুয়ারি সোমবার নবম তথা শেষ রাউন্ডে খেলা শুরু হবে।