
ক্যাসপিয়ান কাপে ফাহাদ ৮ম, পরাগ ৪৫তম
ইরানে ১৯তম ইন্টারন্যাশনাল ক্যাসপিয়ান কাপ মাস্টার্স ‘এ’ ক্যাটাগরি টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অষ্টম হয়েছেন। ৯ ম্যাচে ৬.৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে অষ্টম হন।
তবে ৯ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে ৪৫তম হয়েছেন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ।
গিলান প্রদেশের রাশত শহরে সোমবার সকালে নবম তথা শেষ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের আজাদি আমিরমোহাম্মদকে (২১৬৫) পরাজিত করেন।
কিন্তু ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) ইরানের ইস্কান্দারি আমিরআলির (১৯৩৪) সাথে ড্র করেন।
উল্লেখ্য ৭ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা লড়াইয়ে ৪ জন উঠে এলে তাদের মধ্যে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ভারতের আন্তর্জাতিকমাস্টার হিমাল গুসাইন চ্যাম্পিয়ন ও আর্মেনিয়ার গ্র্যান্ডমাস্টার হাইরাপেতিয়ান হোভিক রানারআপ হয়েছেন। ৯টি দেশের ৩ জন গ্র্যান্ডমাস্টার ও ৭ জন আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১৪৭ জন খেলোয়াড় এ আসরে অংশগ্রহণ করেন।