ওপেন এয়ার ব্লিট্জ টুর্নামেন্টে জাবেদ অপরাজিত চ্যাম্পিয়ন

জাতীয়

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) চতুর্থ ওপেন এয়ার ব্লিট্জ রেটিং দাবা টুর্নামেন্টে ৮ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে ইউসিসিসির জাবেদ আল আজাদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে সমানসংখ্যক ম্যাচে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে ইউসিসিসির মো. মাসুম হোসেন রানারআপ, নারায়ণগঞ্জের ফিরোজ আহমেদ তৃতীয় এবং ম্যানহাস ক্যাসেলের ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী চতুর্থ হয়েছেন।

অপরদিকে ৬ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম থেকে অষ্টম হয়েছেন যথাক্রমে যোয়ার হক প্রধান, মোহাইমিনুল ইসলাম, অনিকুজ্জামান অনু এবং মো. মঞ্জুর আলম।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ওমর ফারুক বিপ্লব, আজমাইন পারভেজ সায়র, তাসনিয়া তারান্নুম অর্পা, আব্দুর রউফ, আবরারুল হক ওমর, গোলাম সারোয়ার এবং শ্রেয়সী রায়।

টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ইউসিসিসির প্রতিষ্ঠাতা সভাপতি কবি ও ছড়াকার রাহাত হোসেন, স্পেন প্রবাসী সাবেক জাতীয় দাবাড়ু আবুল কাসেম ভূঁইয়া, ইউসিসিসির সাধারণ সম্পাদক সাবেক জাতীয় দাবাড়ু মো. মঞ্জুর আলম প্রমুখ।

উল্লেখ্য আজ ২১ ফেব্রুয়ারি উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে সকালে এ টুর্নামেন্টে একজন ফিদেমাস্টার ও তিনজন ক্যান্ডিডেটমাস্টারসহ ৬৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।