শেখ কামাল যুব গেমসে নীড়ের আরেকটি স্বর্ণ জয়

আন্তর্জাতিক জাতীয়

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে নারায়ণগঞ্জের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় আরো একটি স্বর্ণপদক জয় করেছেন। আগের দিন শনিবার র‌্যাপিড দাবায় স্বর্ণ জিতেছিলেন। আজ রোববার তিনি ব্লিটজ দাবায় স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান। এ নিয়ে নীড় ঢাকা বিভাগের হয়ে দুটি স্বর্ণপদক জিতলেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ বালক গ্রুপে ঢাকা বিভাগের নীড় ৭ ম্যাচে ৬.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেন। এ ইভেন্টে ৬ পয়েন্ট নিয়ে রাজশাহী বিভাগের ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ রৌপ্য এবং চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ শাকের উল্লাহ ব্রোঞ্জ পদক লাভ করেন।

নুসরাত জাহান আলো ও নারায়ণগঞ্জের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়

এদিকে বালিকা গ্রুপে চট্টগ্রাম বিভাগের নুসরাত জাহান আলো ৭ ম্যাচে পূর্ণ ৭ পয়েন্ট নিয়ে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন। তবে ৫ পয়েন্ট নিয়ে একই বিভাগের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা রৌপ্যপদক পেয়েছেন। রাজশাহী বিভাগে মাইশা মাহজাবিন তিশা পেয়েছেন ব্রোঞ্জ পদক।

উল্লেখ্য উভয় বিভাগে দেশের আটটি বিভাগের দুই জন করে প্রতিযোগী ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করেন।