শেখ কামাল দলগত দাবায় ঢাকা বিভাগ অপরাজিত চ্যাম্পিয়ন

জাতীয়

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে দলগত দাবার বালক ও বালিকা উভয় গ্রুপে ঢাকা বিভাগ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা বিভাগ বালক গ্রুপে ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট এবং বালিকা গ্রুপেও ৫ ম্যাচে পূর্ণ ১০ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করে।

ঢাকা বিভাগীয় বালক দলের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে মো. আজমাইন পারভেজ সায়র, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, স্বর্নাভো চৌধুরী, মো. সাজিদদুল হক ও সৈয়দ রিদওয়ান। অন্যদিকে ঢাকা বিভাগীয় বালিকা দলের খেলোয়াড়রা হলেন ওয়ারসিয়া খুশবু, ওয়াদিফা আহমেদ, ইশরাত জাহান দিবা, নীলাভা চৌধুরী ও মারযুকা মুকাররোমা।

এদিকে বালক গ্রুপে রাজশাহী বিভাগ ৭ পয়েন্ট পেয়ে রৌপ্যপদক ও সিলেট বিভাগ ৬ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক লাভ করে। রাজশাহী বিভাগ দাবা দলের খেলোয়াড়রা হলেন তাহসিমুল তাবিব, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফায়েজ আহমেদ, মো. নাফিস ফুয়াদ জাহিন ও এএলএম ওয়ায়েস ফারুক। সিলেট বিভাগের খেলোয়াড়রা হলেন সুদীপ্ত পাল, অনিন্দ্য সিংহ অর্ঘ, লাভধাক সুর, বিশ্বজিৎ দাস শ্রেষ্ঠ ও সাফেয়ান স্বাধনী অর্জন।

অপরদিকে বালিকা গ্রুপে রাজশাহী বিভাগ ৭ পয়েন্টে নিয়ে রৌপ্যপদক ও একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে চট্টগ্রাম বিভাগ ব্রোঞ্জ পদক জয় করে। রাজশাহী বিভাগ বালিকা দাবা দলের খেলোয়াড়রা হলেন জাকিয়া জামান মিম, জান্নাতুল ফেরদৌসী, মায়েশা মাহজাবিন তিশা, মেহজাবিন আক্তার জুবায়দা, জাবালু নূর শশী। চট্টগ্রাম বিভাগ দলের খেলোয়াড়রা হচ্ছেন নুসরাত জাহান আলো, সানোয়ারা আক্তার, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ও রুমাইশা হায়দার।

এর মধ্যে সর্বোচ্চ তিনটি স্বর্ণপদক জয় করেন ঢাকা বিভাগের হয়ে খেলা নারায়ণগঞ্জের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়। তিনি একক র‌্যাপিড ও একক ব্লিটজ ও দলগত দাবায় স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ মঙ্গলবার খেলা শেষে সন্ধ্যায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ এ কে সরকার, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা, যুগ্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।

দলগত, একক র‌্যাপিড ও একক ব্লিটজ দাবা শেষে চূড়ান্ত পদক তালিকা

বিভাগ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
ঢাকা বিভাগ ৪ ১ ১
চট্টগ্রাম বিভাগ ২ ২ ২
রাজশাহী বিভাগ ০ ৩ ২
সিলেট বিভাগ ০ ০ ১