
ইন্দোরে জয় পেলেন রাজীব
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথম মেয়র ট্রফি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৩ পয়েন্ট, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ২.৫ পয়েন্ট এবং আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।
৪ এপ্রিল পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের এন্টোনি জেসুমারিয়ান লেসলাইকে পরাজিত করেন। ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের নারী আন্তর্জাতিকমাস্টার চান্দরিয়ি হাজরার সাথে ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের রাচিত জি গুরনানির সাথে ড্র করেন। তবে ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের অরুল আনন্দর কাছে হেরে যান।