জার্মানীর এরমিটসচকে হারালেন ফাহাদ

আন্তর্জাতিক

নরওয়ের অসলোয় ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ খেলায় ৩ পয়েন্ট পেয়েছেন।

বুধবার চতুর্থ ও পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সকালে চতুর্থ রাউন্ডে ফাহাদ সুইডেনের আন্তর্জাতিকমাস্টার জুং মিন সিও-র কাছে হেরে যান। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে জুং মিন সিও-র নিমজো-ইন্ডিয়ান পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩১ চালে পরাজিত হন।

পঞ্চম রাউন্ডে ফাহাদ জার্মানীর ফিদেমাস্টার মেগনাস এরমিটসচকে পরাজিত করেন। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩৩ চালে জয়ী হন।

আজ বৃহস্পতিবার ষষ্ঠ রাউন্ডে ফাহাদ ডেনমার্কের ফিদেমাস্টার মরটিন এন্ডারসেন সাথে খেলবেন। খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়।