
রাজীব হারালেন ভারতের চৌহানকে
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথম মেয়র ট্রফি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা সপ্তম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৪.৫ পয়েন্ট, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৪ পয়েন্ট, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ৩.৫ পয়েন্ট করে পেয়েছেন।
গতকাল বুধবার বিকালে সপ্তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের ভ্রাসানক চৌহানকে ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের মো. রিয়ানকে পরাজিত করেন।
তবে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের অজয় সন্তোষ পারভাথারেড্ডির সাথে ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের অঙ্কিত রায়ের সাথে ড্র করেন।
অষ্টম রাউন্ডের খেলা আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় আড়াই টায় শুরু হবে।