ভারতের বিনয়ের সাথে ড্র করলেন রাজীব

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথম মেয়র ট্রফি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতা নবম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৬ পয়েন্ট, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৪.৫ পয়েন্ট, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ৪ পয়েন্ট করে পেয়েছেন।

আজ শুক্রবার নবম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের ফিদেমাস্টার বিনয় কুমার মাট্টার সাথে ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের ভিশাল শাহ ভিভানের সাথে ড্র করেন। আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের জানি কুশালের কাছে ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের ভিদান্ত নগরকাট্টের কাছে হেরে যান।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে অষ্টম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের ফিদেমাস্টার কৃষ্ণান হৃদভিককে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের ওম নাগনাথ লেমকানের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের মিথুন আনন্দ ভি-র সাথে ড্র করেন। ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের মৃত্তিকা মল্লিকের কাছে হেরে যান।

দশম বা শেষ রাউন্ডের খেলা আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ১০.৩০টায় শুরু হবে।