
ওয়ালটন দাবায় জিয়া-নীড় শীর্ষে
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেটমাস্টার নাইম হক দ্বিতীয়স্থানে রয়েছেন।
অপরদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে ১৮ জন তৃতীয়স্থানে অবস্থান করছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ফিদেমাস্টার খন্দকার আমিুনল ইসলাম, মো. নাসির উদ্দিন, শেখ রাশেদুল হাসান, এ বি বাপ্পী, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, জাবেদ আল আজাদ, মো. মাসুম হোসেন, মো. সবুজুর রহমান, ফিরোজ আহেেমদ, মো. সাগর, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, আব্দুল মোমিন, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মো. রবিউল হোসেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক মো. শরীয়তউল্লাহকে, এবি বাপ্পী ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ মুকিতুল ইসলাম রিপনকে, জাবেদ আল আজাদ নীলয় দেবনাথকে, মো. মাসুম হোসেন আব্দুল্লাহ আল রাইসনকে, মো. সবুজুর রহমান মো. সিদ্দিকুর রহমানকে, মো. সাগর রিয়াসাত-ই-নূরকে, ফিরোজ আহমেদ মো. জাহিদ চৌধুরীকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা মো. টিপু সুলতানকে, আব্দুল মোমিন মো. সিরাজুল ইসলামকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম সব্যসাচী মন্ডলকে ও মো. রবিউল হোসেন মো. নুরুল ইসলামকে পরাজিত করেন।
তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মো. নাসির উদ্দিনের সাথে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ও শেখ রাশেদুল হাসান মো. আবু হানিফের সাথে ড্র করেন।
ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল শনিবার দুপুর ২টায় একই স্থানে শুরু হবে।