পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টারকে রুখে দিলেন ফাহাদ

আন্তর্জাতিক

নরওয়ের অসলোয় ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৯৬) পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার বারটস সোককোর (২৬০১) সাথে কৃতিত্বপূর্ণ ড্র করেছেন।
এর ফলে ৭ খেলায় ফাহাদের সংগ্রহ ৪.৫ পয়েন্ট।

শুক্রবার রাতে ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে সোককোর কুইনস্ ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে ২৩ চালে ড্র করেন।

আজ শনিবার অষ্টম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সুইডেনের আন্তর্জাতিকমাস্টার লিনাস জোহানসনের সাথে মোকাবেলা করবেন। খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।