ইন্দোরে রাজীব ৩৯, সাকলাইন ১২৫, সিয়াম ১৪৭ ও শাকিল ১৪৯তম হয়েছেন

আন্তর্জাতিক

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে প্রথম মেয়র ট্রফি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় ১০ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৩৯তম হয়েছেন।

এদিকে ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৪.৫ পয়েন্ট নিয়ে ১২৫তম হয়েছেন।

অপরদিকে ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ৪ পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে ১৪৭ ও ১৪৯তম পেয়েছেন।

আজ শনিবার দশম বা শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের দেরে পুশকারের সাথে ড্র করেন। ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের বাজাজ প্রাখারের কাছে ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের মো. রিয়ানের কাছে হেরে যান। তবে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল শেষ রাউন্ডে অংশ নেননি।

উল্লেখ্য ৮.৫ পয়েন্ট নিয়ে ভারতের আন্তর্জাতিকমাস্টার নিতিশ বেলুরকার চ্যাম্পিয়ন ও ভারতের আন্তর্জাতিকমাস্টার ভিয়ানি এন্টোনিও ডকুনহা রানারআপ হয়েছেন। ৯টি দেশের ১৬ জন গ্র্যান্ডমাস্টার, ২১ জন আন্তর্জাতিকমাস্টার ও ৭ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ মোট ২১৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।