এককভাবে শীর্ষে উঠে এলেন জিয়া

আন্তর্জাতিক জাতীয়

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, মো. মাসুম হোসেন, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও মো. রবিউল হোসেন।

অপরদিকে ৪.৫ পয়েন্ট করে তৃতীয়স্থানে রয়েছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, মো. আবু হানিফ, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, এবি বাপ্পী, মো. সাগর ও ওয়াদিফা আহমেদ।

আজ শনিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়কে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ফিরোজ আহমেদকে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস আব্দুল মোমিনকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ মো. নাসির উদ্দিনকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম জাবেদ আল আজাদকে, মো. মাসুম হোসেন মো. সবুজুর রহমানকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন মো. মাহবুবুর রহমানকে, মো. আবু হানিফ রুবেল হোসেনকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ ফিদেমাস্টার মো. সাইফ উদ্দীনকে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ মো. রবিউল হোসেনকে, অওয়াদিফা আহমেদ মোহাম্মদ এনায়েত হোসেনকে পরাজিত করেন।

তবে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার নাইম হকের সাথে ও মো. সাগর এবি বাপ্পীর সাথে ড্র করেন।

সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল রোববার দুপুর ২টায় একই স্থানে শুরু হবে।