
নরওয়ে ফাহাদ ৩৩তম
নরওয়ের অসলোয় ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ৩৩তম হয়েছেন।
আজ রোববার নবম বা শেষ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিকমাস্টার প্রানেথ ভুপ্পালার সাথে ড্র করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ভুপ্পালার সাথে ৫৪ চালে ড্র করেন।
এর আগে গতকাল শনিবার অষ্টম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সুইডেনের আন্তর্জাতিকমাস্টার লিনাস জোহানসনের কাছে হেরে যান। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৪১ চালে পরাজয় মেনে নেন।
উল্লেখ্য এ আসরে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে তুরস্কের গ্র্যান্ডমাস্টার ভাহাপ সানাল অপরাজিত চ্যাম্পিয়ন ও ভারতের গ্র্যান্ডমাস্টার অভিমানু পৌরনিক অপরাজিত রানারআপ হয়েছেন। ২২টি দেশের ১৩ জন গ্র্যান্ডমাস্টার, ২১ জন আন্তর্জাতিকমাস্টার ও ৩ জন নারী গ্র্যান্ডমাস্টার ও ১ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ মোট ৯৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।