
শীর্ষে জিয়া ; দ্বিতীয়স্থানে পরাগ-নাইম-জাভেদ
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৬.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
তবে ৬ পয়েন্ট সংগ্রহ করে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক ও ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ দ্বিতীয়স্থানে রয়েছেন।
এদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে ৮ জন তৃতীয় স্থানে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, মো. আবু হানিফ, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন ও মো. সাগর।
আজ রোববার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সপ্তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন।
তবে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ নারী ক্যান্ডিডেটমাস্টার নোশিন আঞ্জুমকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক মো. মাসুম হোসেনকে, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন মো. শরীয়তউল্লাহকে, মো. আবু হানিফ এবি বাপ্পীকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন ওয়াদিফা আহমেদকে ও মো. সাগর ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষকে পরাজিত করেন।
অষ্টম রাউন্ডের খেলা আগামীকাল সোমবার দুপুর ২টায় একই স্থানে শুরু হবে।