স্পেনে অষ্টম রাউন্ডে জয় পেলো ফাহাদ

আন্তর্জাতিক

স্পেনে দ্বিতীয় ওপেন আন্তর্জাতিক দাবা মেনোরকা গ্রুপ-এ টুর্নামেন্টের অষ্টম রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ পয়েন্ট সংগ্রহ করে ২০ জনের সঙ্গে চতুর্থস্থানে রয়েছেন।

ষষ্ঠ রাউন্ডে শুক্রবার আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৩৯৬) সাদা ঘুঁটি নিয়ে খেলে মার্কিন যুক্তরাস্ট্রের আন্তর্জাতিকমাস্টার টিলোন ব্রাইসের (রেটিং-২৫০২) কাছে পরাজিত হয়েছেন।

তবে সপ্তম রাউন্ডে শনিবার সকালে এস্তানিয়ার নারী আন্তর্জাতিকমাস্টার ওলদে মার্গারেথের (২২৪৪) সাথে ড্র করেন।

অষ্টম রাউন্ডে শনিবার বিকেলে স্বাগতিক স্পেনের কুইরোলো পেরেজ ম্যানুয়েলকে (২০২৬) পরাজিত করেন।

আজ রোববার নবম তথা শেষ রাউন্ডে ভারতের আন্তর্জাতিকমাস্টার শ্যাম নিখিলের (২৪৭৬) সাথে মোকাবেলা করবেন।

উল্লেখ্য ৩৯টি দেশের ৩৫ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৩০ জন আন্তর্জাতিকমাস্টার ও ৬ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ ২০০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।