সুব্রত অপরাজিত চ্যাম্পিয়ন
মার্সেল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।
এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে অনত চৌধুরী রানারআপ ও আবজিদ রহমান তৃতীয়স্থান লাভ করেন।
অপরদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চতুর্থ হয়েছেন।
তবে ৫ পয়েন্ট সংগ্রহ করে এগারো জন খেলোয়াড় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে পঞ্চম হতে ত্রয়োদশ হয়েচেন যথাক্রমে ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, মো. মাসুম হোসেন, ফিরোজ আহমেদ, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, মো. আজমাইন পারভেজ সায়র, ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও জাবেদ আল আজাদ।
এছাড়া রেটিং ক্যাটাগরি পুরস্কার পেয়েছেন যথাক্রমে টুটুল ধর, মুকিতুল ইসলাম রিপন, নাসিম হোসেন ভূঁইয়া, মো. হাসান, মো. রায়হান ও রাইন শেখ। সেরা বালিকা ওয়ারসিয়া খূশবু, সেরা উর্ধ্ব-৫০ মনিরুজ্জামান মনি এবং সেরা অনূর্ধ্ব-১২ হয়েছেন সিয়াম চৌধুরী।
চ্যাম্পিয়ন ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস নগদ পঁচিশ হাজার টাকা, রানারআপ অনত চৌধুরী আঠারো হাজার টাকা, তৃতীয় আবজিদ রহমান বারো হাজার টাকাসহ ২২ জন খেলোয়াড় মোট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার লাভ করেন।
প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৮১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।