ইন্টারন্যাশনাল আরবিটার থেকে এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজার

আন্তর্জাতিক

ইন্টারন্যাশনাল আরবিটার ও ফিদে লেকচারার হারুন অর রশিদ বাংলাদেশের পঞ্চম দাবা সংগঠক হিসেবে ফিদে থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজারের খেতাব পেয়েছেন।

মাস দুয়েক আগে অনলাইনে ইন্টারন্যাশনাল অর্গানাইজারের খেতাব পাওয়ার জন্য ফিদের একটি সেমিনারে হারুন অর রশিদ অংশ নিয়েছিলেন। বুধবার ফিদে থেকে জানানো হয়েছে এই খেতার প্রাপ্তির খবর।

এর আগে এই খেতাব অর্জন করেছিলেন টিটু খান, মাহমুদা হক, সৈয়দ শাহাবউদ্দিন ও মাসুদুর রহমান মল্লিক দিপু।