টপ সিডেড তনিমাকে হারিয়ে লঙ্কান সানুদুলার চমক

আন্তর্জাতিক

বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই হোটেল পূর্বানীতে লঙ্কান নারী ক্যান্ডিডেটমাস্টার সানুদুলা দাহামদি (১৬৭৭) নারী বিভাগের টপ সিডেড নারী ফিদেমাস্টার তনিমা পারভীনকে (১৯৬১) হারিয়ে চমক দেখিয়েছেন। এদিকে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদকেও (১৮০০) পরাজিত করে চাঞ্চল্য সৃষ্টি করেন লঙ্কান আবেসিংহে জনন্দানি (১৪৬৮)। অপরদিকে নীলাভা চৌধুরী (১৬২৮) স্বদেশী নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে (১৯৪৮) হারিয়ে কৃতিত্ব দেখান। এছাড়া কাজী জারিন তাসনিম (১৮৪১) পাকিস্তানের নারী ক্যান্ডিডেটমাস্টার মেহাক গুলের (১৪৮৫) সঙ্গে জিততে পারেননি।

তবে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার নারী ক্যান্ডিডেটমাস্টার বিজসুরিয়াকে, নারী ফিদেমাস্টার নজরানা খান ইভা সাবিকুন নাহার তনিমাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ফাতিহা আইনুন দিয়াকে, নুসরাত জাহান আলো মালদ্বীপের নিহায়া আহমেদকে, ওয়ারসিয়া খুশবু আছিয়া সুলতানাকে এবং নেপালের নারী ফিদেমাস্টার সুজানা লোহানি ভুটানের ইয়েসহে লহাডেনকে পরাজিত করেছে।

এদিকে ওপেন বিভাগের টপ সিডেড গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে (২৪৬৪) ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী (২০০৬) ড্র করে রুখে দিয়েছেন। শুধু তাই নয়, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের (২৩৮৪) সাথে ড্র করার কৃতিত্ব দেখিয়েছেন মালদ্বীপের ফিদেমাস্টার মুহাম্মদ সুয়াওয়ে (১৯৯৮)। তবে অপর গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব যোয়ার হক প্রধানকে পরাজিত করেন।

এছাড়া আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান মো. মাসুম হোসেনকে পরাজিত করলেও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন মোহাম্মদ এনায়েত হোসেনের সঙ্গে ড্র করেছেন।