
ওপেন বিভাগে ৯ জন ও নারী বিভাগে ৪ জন শীর্ষে
বঙ্গবন্ধু এশিয়ান জোন-৩.২ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে দ্বিতীয় রাউন্ড শেষে ৯ জন পূর্ণ দুই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, শ্রীলঙ্কার ফিদেমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন, নেপালের ফিদেমাস্টার রূপেস জয়সুয়াল, ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ ও মো. সাজিদুল হক।
অপরদিকে নারী বিভাগে দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশের ৪ জন পূর্ণ দুই পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার নাজারানা খান ইভা, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ও ওয়ারসিয়া খুশবু।
উভয় বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলা বুধবার হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়। ওপেন বিভাগে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওনকে, শ্রীলঙ্কার ফিদেমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান মো. আবজিদ রহমানকে. ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া পাকিস্তানের ফিদেমাস্টার আমির করিমকে, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক মো. আবু হানিফকে, ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমন ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, ফিদেমাস্টার রূপেস জয়সুয়াল টুটুল ধরকে, ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ মো. আজমাইন পারভেজ সায়রকে, মো. সাজিদুল হক শফিক আহমেদকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ অভিক সরকারকে, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় মালদ্বীপের ফিদেমাস্টার মুহাম্মদ সুয়াওকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন মো, নাসিম হোসেন ভুঁইয়াকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম মোহাম্মদ এনায়েত হোসেনকে, ফিদেমাস্টার মাহফুজুর রহমান ইমন সাফায়েত কিবরিয়া আজানকে, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী রাইয়ান রশিদ মুগ্ধকে, মারযুক চৌধুরী ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ডা. রতন কুমার পালকে ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ সিয়াম চৌধুরীকে পরাজিত করেন।
এদিকে নারী বিভাগে নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নেপালের নারী ফিদেমাস্টার সুজানা লোহানিকে, নারী ফিদেমাস্টার নাজারানা খান ইভা শ্রীলঙ্কার নারী ক্যান্ডিডেটমাস্টার সানুদুলা দাহামদিকে, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস ওয়াদিফা আহমেদকে ও ওয়ারসিয়া খুশবু শ্রীলঙ্কার আবেসিঙ্গে জানানদানকে পরাজিত করেন। নুশরাত জাহান আলো নীলাভা চৌধুরীর সাথে ড্র করেন।
ওপেন ও নারী বিভাগের তৃতীয় রাউন্ডের খেলা বৃহস্পতিবার বিকেল ৩টায় একই ভেন্যুতে শুরু হবে।