
শ্রীলঙ্কা গেল নীড়-ওয়ালিজা
ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র চেস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের লক্ষ্যে ফিদেমাস্টার মনন রেজা নীড় এবং নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা আজ (২৮ নভেম্বর) মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্য ঢাকা ছেড়েছেন।
আগামীকাল (২৯ নভেম্বর) বুধবার থেকে রাজধানী কলম্বোয় এ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। বালক বিভাগে নীড় এবং বালিকা বিভাগে ওয়ালিজা প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, তুর্কমেনিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার ৩২ জন খেলোয়াড় ওপেন বিভাগে এবং বালিকা গ্রুপে বাংলাদেশ, ভারত, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও শ্রীলঙ্কার ২৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।