নেপালে এশিয়ান ওপেন দাবায় বাংলাদেশের ৬ দাবাড়ু

আন্তর্জাতিক

আগামীকাল (২৯ নভেম্বর) বুধবার থেকে নেপালে ‘হেতাউদা কাপ এশিয়ান ওপেন চেস টুর্নামেন্ট’ শুরু হচ্ছে। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপালের ১০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

এ টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে আজ (২৮ নভেম্বর) মঙ্গলবার নেপালের উদ্দেশ্য বাংলাদেশের ৭ সদস্যের দল ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ৬ জন খেলোয়াড় এবং একজন কর্মকর্তা রয়েছেন।

বাংলাদেশ দল : কর্মকর্তা শাকিল মেরাজ। খেলোয়াড় : আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার নাইম হক।