ভিয়েতনাম গেলেন নিয়াজ-ফাহাদ

আন্তর্জাতিক

গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামে দু’টি গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে সোমবার (২৭ নভেম্বর) হ্যানয় গেছেন। নভেম্বর এবং ডিসেম্বর এ দু’টি আসর হ্যানয় শহরে অনুষ্ঠিত হবে।

আগামী ২৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক ভিয়েতনামের ৪ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিকমাস্টার ও ২ জন ফিদেমাস্টারসহ ১০ জন খেলোয়াড় অংশ নেবেন।

এছাড়া আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক ভিয়েতনামের ৪ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিকমাস্টার, ৩ জন ফিদেমাস্টার ও ১ জন ক্যান্ডিডেটমাস্টারসহ ১২ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য এ দু’টি গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।