হেতাউদা কাপে শাকিল, মিনহাজ, শরীফ ও নাইমের জয়

আন্তর্জাতিক

নেপালে আজ ২৯ নভেম্বর বুধবার থেকে হেতাউদা কাপ এশিয়ান ওপেন দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে সকাল ও বিকেল দুই রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়।

টানা ২ রাউন্ড শেষে ২০ জন খেলোয়াড় শীর্ষে রয়েছেন। এর মধ্যে বাংলাদেশের চার জন রয়েছেন। তারা হলেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার নাইম। এছাড়া ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ১,৫ পয়েন্ট এবং ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ১ পয়েন্ট পেয়েছেন।

প্রথম রাউন্ডে প্রথম রাউন্ডে শাকিল নেপালের সিংদাল কৃষ্ণা প্রসাদকে, শরীফ নেপালের বেলবেইজ কুশালকে ও ফিদেমাস্টার নাইম নেপালের দেমানরাউরা আয়ুসকে পরাজিত করেন। তবে মিনহাজ ভারতের আরমান সিদ্দিকীর বিরুদ্ধে, নাসির ভারতের সৌমিয়া দাসের বিরুদ্ধে ও দেবরাজ ভারতের দিবাংশু কুমার সিংয়ের বিরুদ্ধে ওয়াক-ওভার পেয়েছেন।

দ্বিতীয় রাউন্ডে মিনহাজ ভারতের আকশাত নেগিকে, শাকিল ভারতের বারতাক্কে আদিত্যকে, শরীফ নেপালের ঝিলকে মোক্তানকে, নাইম ভারতের দেবুষনিককে পরাজিত করেন। এদিকে নাসির ভারতের রাজ দেবের সঙ্গে ড্র করেন। অপরদিকে দেবরাজ ভারতের ধুন্দিয়াল অমিতের কাছে হেরে যান।

আগামীকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার নেপালের স্থানীয় সময় সকাল ৯ টায় তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

উল্লেখ্য বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপালের ৮৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।