ভিয়েতনামে নিয়াজের হার দিয়ে শুরু

আন্তর্জাতিক

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড শেষে দেশের দুই দাবাড়ু যথাক্রমে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান উভয়ে ১ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

হ্যানয় শহরে আজ ২৯ নভেম্বর বুধবার থেকে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী দিনে দুটি রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

সকালে প্রথম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভারতের আন্তর্জাতিকমাস্টার এ আর ইলামপার্থির কাছে হেরে যান। তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার বুই ভিনের সাথে কৃতিত্বপূর্ণ ড্র করেন।

এদিকে বিকালে দ্বিতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ থাইল্যান্ডের আন্তর্জাতিকমাস্টার লাউহাউয়িরাপাপ পিনকে পরাজিত করেন। অপরদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিকমাস্টার লি জুন হাইয়োকের সাথে ড্র করেন।

আগামীকাল ৩০ নভেম্বর বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।

উল্লেখ্য এ টুর্নামেন্টে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক ভিয়েতনামের ৪ জন গ্র্যান্ডমাস্টার, ৪ জন আন্তর্জাতিকমাস্টার ও ২ জন ফিদেমাস্টারসহ ১০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।