নেপালে শুভায়ন ও অমরদিপের সঙ্গে শীর্ষে মিনহাজ

আন্তর্জাতিক

নেপালে হেতাউদা কাপ এশিয়ান ওপেন দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড শেষে টানা চার জয় নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ভারতের শুভায়ন কুন্ড ও বারতাকি অমরদিপের সঙ্গে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

এদিকে ফিদেমাস্টার নাইম হক ৩.৫ পয়েন্ট নিয়ে অপর তিন জনের সঙ্গে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

অপরদিকে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ৩ পয়েন্ট করে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ২.৫ পয়েন্ট ও ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।

আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকালে তৃতীয় রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন নেপালের দাহাত সুসরুতকে, ফিদেমাস্টার মো. শরীফ হোসেন নেপালের সুবেদি রাজনকে, ফিদেমাস্টার নাইম হক ভারতের মোহিত কুমার সোনিকে পরাজিত করেন। তবে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ যথাক্রমে ভারতের মিশ্রা কামাদ ও নেপালের চাওলাগেইন পুরুষত্তমের সঙ্গে ড্র করেন। কিন্তু ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ভারতের দেব রাজের কাছে হেরে যান।

বিকালে চতুর্থ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ভারতের ফিদেমাস্টার অরবিন্দার প্রিত সিংকে ও ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী নেপালের আবিন পান্ডেকে পরাজিত করেন। ফিদেমাস্টার নাইম হক ভারতের শ্রয়ান মজুমদারের সঙ্গে ও আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদেমাস্টার সেখ নাসির আহমেদের সঙ্গে ড্র করেন। ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ভারতের বারতাকি অমরদিপের কাছে হেরে যান।

আগামীকাল ১ ডিসেম্বর শুক্রবার নেপালের স্থানীয় সময় সকাল ৯টায় পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।