শ্রীলঙ্কায় ওয়ালিজা পঞ্চম ও নীড় তৃতীয় স্থানে
ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে বালক বিভাগে ফিদেমাস্টার মনন রেজা নীড় ২.৫ পয়েন্ট নিয়ে একজনের সঙ্গে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছেন।
অপরদিকে সমান ম্যাচে অংশ নিয়ে বালিকা বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ২ পয়েন্ট নিয়ে ১১ জনের সঙ্গে পঞ্চম স্থানে অবস্থান করছেন।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ ১ ডিসেম্বর শুক্রবার সকালে তৃতীয় রাউন্ড ও বিকেলে চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।
আজ তৃতীয় রাউন্ডে নীড় শ্রীলঙ্কার রথনায়ক মিনাগা ইয়েথমিনকে ও চতুর্থ রাউন্ডে একই দেশের জানুকশান পরাজিত করেন। অপরদিকে ওয়ালিজা তৃতীয় রাউন্ডে ভারতের সিয়া সাগরকে পরাজিত করলেও চতুর্থ রাউন্ডে একই দেশের জৈন শচীর কাছে হেরে যান।