নেপালে মিনহাজ, শাকিল ও নাইম শীর্ষে

আন্তর্জাতিক

নেপালে হেতাউদা কাপ এশিয়ান ওপেন দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে ৮ জন শীর্ষে অবস্থান করছেন। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার নাইম হক শীর্ষে রয়েছেন।

এছাড়া ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ৪.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। তবে ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ৩ পয়েন্ট অর্জন করেছেন।

আজ ১ ডিসেম্বর শুক্রবার নেপালের হেতাউদায় পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সকালে পঞ্চম রাউন্ডে মিনহাজ ও ভারতের শুভায়ন কুন্ডু, শরীফ ও নেপালের দহল সুশ্রুত একে অপরের সঙ্গে ড্র করেন। তবে শাকিল ভারতের মরিয়ম ফাতেমাকে, নাইম ভারতের বারতাকি অমরদিপকে ও নাসির ভারতের আমান কুমারকে পরাজিত করেন। কিন্তু দেবরাজ নেপালের বেলবাস কুশলের কাছে হেরে যান।

এদিকে বিকেলে ষষ্ঠ রাউন্ডে মিনহাজ ও ভারতের রাহুল গুরুং, নাইম ও ভারতের শুভায়ন কুন্ডু একে অপরের সঙ্গে ড্র করেন। তবে শাকিল নেপালের ক্যান্ডিডেটমাস্টার চৌলাগাইন পুরুষোত্তমকে, শরীফ ভারতের শিবাম চৌধুরীকে, নাসির ভারতের মরিয়ম ফাতেমাকে ও দেবরাজ ভারতের ওম কাশ্যপকে পরাজিত করেন।

আগামীকাল ২ ডিসেম্বর শনিবার নেপালের স্থানীয় সময় সকাল ৯টায় সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।