ভিয়েতনামে নিয়াজ-ফাহাদ দ্বিতীয় স্থানে

আন্তর্জাতিক

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান উভয়ে ২.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

আজ ১ ডিসেম্বর শুক্রবার সকালে চতুর্থ ও বিকেলে পঞ্চম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এ আসরে ১০ জন অংশগ্রহণ করছেন।

সকালে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার কাও সাংকে পরাজিত করেন। কিন্তু বিকেলে দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিকমাস্টার লি জুন হাইওকের কাছে হেরে যান।

এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সকালে অস্ট্রেলিয়ার ফিদেমাস্টার লি ইয়েকে পরাজিত করেন। বিকেলে থাইল্যান্ডের আন্তর্জাতিকমাস্টার লাওহাভিরাপ প্রিনের সঙ্গে ড্র করেন।

আগামীকাল ২ ডিসেম্বর শনিবার ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।