ফাহাদের কাছে হেরে গেলো স্বাগতিক ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার
ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩.৫ পয়েন্ট নিয়ে অপর দু’জনের সঙ্গে দ্বিতীয় স্থানে রয়েছেন। তবে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৩ পয়েন্ট পেয়েছেন।
ভিয়েতনামের হ্যানয় শহরে আজ ২ ডিসেম্বর শনিবার সকালে ষষ্ঠ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার কাউ সাংকে পরাজিত করেন। কিন্তু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভিয়েতনামের ফিদেমাস্টার পাম ত্রান গিয়া ফুকের সঙ্গে ড্র করেন।