শ্রীলঙ্কায় নীড়-ওয়ালিজার হার

আন্তর্জাতিক

ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় এবং নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা কেউই জয় নিয়ে বোর্ড ছাড়তে পারলেন না।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় আজ ৩ ডিসেম্বর রোববার ষষ্ঠ রাউন্ডে বালক বিভাগে নীড় স্বাগতিক শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার ডি সিলভার কাছে ও বালিকা বিভাগে ওয়ালিজা একই দেশের গুনাসেকোরা হেসারার কাছে হেরে যান।

এর ফলে ৬ ম্যাচে নীড় ৩.৫ পয়েন্ট ও ওয়ালিজা ২.৫ পয়েন্ট পেয়েছেন।

আগামীকাল ৪ ডিসেম্বর সোমবার সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।