ভিয়েতনামে ১০ জনের মধ্যে নিয়াজ ৫ম, ফাহাদ ৮ম
ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতায় ১০ জনের মধ্যে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৫ম এবং আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ম হয়েছেন।
ভিয়েতনামের হ্যানয় শহরে আজ ৪ ডিসেম্বর সোমবার নবম তথা শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ অস্ট্রেলিয়ার ফিদেমাস্টার লুই ইউয়ির সঙ্গে ড্র করেন। তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আন্তর্জাতিকমাস্টার এ আর ইলামপাথির কাছে হেরে যান।
উল্লেখ্য গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৯ ম্যাচে ৪.৫ পয়েন্ট এবং আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট সংগ্রহ করেন। তবে ভারতের আন্তর্জাতিকমাস্টার এ আর ইলামপাথি ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি একটি গ্র্যান্ডমাস্টার নর্ম অর্জন করেন।