
শ্রীলঙ্কায় ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়রে ওয়ালিজা নবম ও নীড় দশম
ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র স্ট্যান্ডার্ড দাবা চ্যাম্পিয়নশিপের বালক বিভাগে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৯ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে দশম এবং বালিকা বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ৫.৫ পয়েন্ট পেয়ে নবম হয়েছেন।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার সকালে নবম তথা শেষ রাউন্ডের নীড় স্বাগতিক শ্রীলঙ্কার সামারানায়েকে পামোক মেথদিনুকে এবং ওয়ালিজা একই দেশের রত্মায়েক দুলিনমা হেমালনিকে পরাজিত করেন।
বালক বিভাগে ৬.৫ পয়েন্ট করে নিয়ে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার তিলকরত্মে চ্যাম্পিয়ন এবং বালিকা বিভাগে কাজাখস্তানের নারী আন্তর্জাতিকমাস্টার সুলতানবেক জেইনেপ ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
উল্লেখ্য বালক বিভাগে বাংলাদেশ, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, তুর্কমেনিস্তান ও শ্রীলঙ্কার ৩২ জন এবং বালিকা বিভাগে বাংলাদেশ, ভারত, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও শ্রীলঙ্কার ৩০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।