ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র ব্লিটজ দাবায় নীড় রানারআপ
ওয়েস্টার্ন এশিয়ান জুনিয়র ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপের বালক বিভাগে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৭ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে রানারআপ হয়ে রৌপ্যপদক জয় করেছেন। তবে ভারতের আন্তর্জাতিকমাস্টার ভি এস রাহুল ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণ এবং স্বাগতিক শ্রীলঙ্কার ফিদেমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান ৫.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।
এদিকে বালিকা বিভাগে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ৪.৫ পয়েন্ট পেয়ে দশম হয়েছেন। তবে কাজাখস্তানের নারী আন্তর্জাতিকমাস্টার সুলতানবেক জেইনেপ ৬.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেন।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে আজ ৫ ডিসেম্বর বিকেলে বালক ও বালিকা বিভাগের ব্লিটজ দাবা অনুষ্ঠিত হয়।