বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক জাতীয়

বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে বাংলাদেশ পুলিশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দলটি ১০ খেলায় ১৯ ম্যাচ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের কৃতিত্ব দেখায়। বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে একাদশ রাউন্ডে বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে বাংলাদেশ বিমানকে পরাজিত পরাজিত করে। বাংলাদেশ পুলিশের অধিনায়ক ড. শোয়েব রিয়াজ আলম, খেলোয়াড়রা হলেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ভারতের গ্র্যান্ডমাস্টার অভিমানু পৌরনিক, আর্মেনিয়ার গ্র্যান্ডমাস্টার তের-সাহাকিয়ান সামভেল, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ।

এদিকে ১৫ পয়েন্ট নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক রানার্সআপ ও তিতাস ক্লাব তৃতীয় হয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক ও তিতাস ক্লাবের অর্জিত ম্যাচ পয়েন্ট সমান হওয়ায়, পল্লী সঞ্চয় ব্যাংক ২৭.৫ গেম পয়েন্ট নিয়ে রানার্সআপ ও তিতাস ক্লাব ২৫ ম্যাচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে।
পল্লী সঞ্চয় ব্যাংকের অধিনায়ক মো. আরিফুজ্জামান আরিফ। খেলোয়াড়রা হলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ক্যান্ডিডেটমাস্টার মো. সাইফুল ইসলাম চৌধুরী, স্পেনের গ্র্যান্ডমাস্টার চিগায়েভ মাকসিম, ভারতের গ্র্যান্ডমাস্টার ইনিয়ান পা, অনত চৌধুরী ও মো. আনিচুজ্জামান জুয়েল।

তিতাস ক্লাবের অধিনায়ক মেহেবুবুল বিশ্বাস, খেলোয়াড়রা হলেন ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নাবাইরশাহ শেখ, আন্তর্জাতিকমাস্টার মায়াঙ্ক চক্রবর্তী, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও ফিদেমাস্টার মো. সায়েফ উদ্দিন লাভলু।

অপরদিকে বাংলাদেশ বিমান ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে। বিমান দলের অধিনায়ক হলেন শাকিল মেরাজ, খেলোয়াড়রা হলেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ভারতের গ্র্যান্ডমাস্টার ভি প্রনভ, ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীনাথ নারায়নান, ফিদেমাস্টার নাইম হক ও নারী ফিদেমাস্টার তনিমা পারভীন।

এবারের বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ হতে ভারতের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ৯ খেলার একটি গ্র্যান্ডমাস্টারের নর্ম এবং ভারতের মৃত্তিকা মল্লিক ৯ খেলার একটি নারী আন্তর্জাতিকমাস্টারের নর্ম অর্জন করেন।

দশ পয়েন্ট করে নিয়ে লিওনাইন চেস ক্লাব পঞ্চম, শেখ রাসেল চেস ক্লাব ষষ্ঠ ও বাংলাদেশ নৌবাহিনী সপ্তম হয়েছে। আট পয়েন্ট নিয়ে মানহা’স ক্যাসেল অষ্টম, চার পয়েন্ট পেয়ে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি নবম, তিন পয়েন্ট নিয়ে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব দশম ও দুই পয়েন্ট নিয়ে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ একাদশতম হয়েছে।

খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের উপর ভিত্তি করে বোর্ড পুরস্কার লাভ করেন ১ম বোর্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, পল্লী সঞ্চয় ব্যাংক, ২য় বোর্ডে গ্র্যান্ডমাস্টার প্রনভ ভি, বাংলাদেশ বিমান, ৩য় বোর্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ, তিতাস ক্লাব, ৪র্থ বোর্ডে গ্র্যান্ডমাস্টার তার-সাহাকিয়ান সামবেল, বাংলাদেশ পুলিশ, অতিরিক্ত ১ বোর্ডে অর্পন দাস, শেখ রাসেল চেস ক্লাব এবং অতিরিক্ত ২ বোর্ডে অভিক সরকার, শেখ রাসেল চেস ক্লাব।

আজ শেষ রাউন্ডে পল্লী সঞ্চয় ব্যাংক গেম পয়েন্টে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে, তিতাস ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে, জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি ৩.৫-০.৫ গেম পয়েন্টে রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে পরাজিত করে। শেখ রাসেল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে মানহা’স ক্যাসেলকে পরাজিত করে।

রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে ১১ দল এবারের দাবা লিগে অংশগ্রহণ করে। গতবারের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব এবার আংশ না নেয়ায় এবং রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ প্রথম বিভাগে নেমে গেছে।