
টানা দুই ম্যাচ হেরে গেল মুগ্ধ
কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে টানা তিন জয়ের পর এবার টানা দুই ম্যাচ হেরে গেল বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ।
মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মুগ্ধ সকালে চতুর্থ রাউন্ডে ভারতের রাহুল রামাকৃষ্ণানের কাছে এবং বিকালে পঞ্চম রাউন্ডে ভারতে মোহাম্দ সায়ান নওশাদ ইব্রাহিমের কাছে হেরে যায়।
টানা দুই ম্যাচ হেরে যাওয়ার কারণে মুগ্ধ ৫ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে রয়েছেন।
আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ষষ্ঠ রাউন্ডে মুগ্ধ স্বাগতিক মালয়েশিয়ার জীবন রাও গৌথমের সঙ্গে মোকাবেলা করবে।