টানা দু’ হারের পর ড্র

আন্তর্জাতিক জাতীয়

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে টানা দুই হারের পর এবার ড্রয়ের মুখ দেখেছে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ।

মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ষষ্ঠ রাউন্ডে মুগ্ধ মালয়েশিয়ার জিভন রাও গৌতমের সাথে ড্র করেন।

উল্লেখ্য মুগ্ধ ৬ ম্যাচে ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠস্থানে অবস্থান করছে।