নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবায় সোহেল চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক জাতীয়

নুরুল ইসলাম স্মৃতি আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় আমির সোহেল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৬ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব অর্জন করেন।

এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন হাবিবুর রহমান সোহেল।

অপর দিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে মোহাম্মদ মেসবাহ উদ্দিন তৃতীয়স্থান লাভ করেন।

নারায়ণগঞ্জ নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বিজয়ীদের মোট ১৭ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়।

বিজয়ীদের সঙ্গে অতিথিবৃন্দ