সুলতান খান দাবায় মিনহাজ চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক জাতীয়

১ম মিয়া সুলতান খান দাবা প্রতিযোগিতায় ৯ ম্যাচে ৪ জন ৭.৫ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছেন।

তবে সমান পয়েন্ট পেয়ে রানারআপ হয়েছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। একই পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ হয়েছেন যথাক্রমে ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ আবু হানিফ।

এদিকে ৬ জন সমান ৭ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে পঞ্চম থেকে দশম হয়েছেন যথাক্রমে ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ, সারওয়ার হোসেন উল্লাস, জাবেদ আল আজাদ, ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ মাসুম হোসেন, ফিদেমাস্টার মোহাম্মদ শরীফ হোসেন ও মোহাম্মদ মোতাকাব্বির।

উল্লেখ্য ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ প্রতিযোগিতার আয়োজন করে। দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ইতালি, মায়ানমার, নেদারল্যান্ডস, পাকিস্তান, ফিলিপাইন ও সংযুক্ত আরব আমিরাত অংশগ্রহণ করে। মোট ৭ দেশের ১৪১ জন দাবাড়ু এ আসরে প্রতিদ্বন্দ্বিতা করেন।