মালয়েশিয়ার ইয়াপকে হারালো মুগ্ধ

আন্তর্জাতিক জাতীয়

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ জয় পেয়েছে।

মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৬ ফেব্রুয়ারি অষ্টম রাউন্ডে তিনি মালয়েশিয়ার ইয়াপ রে জিনকে পরাজিত করেন।

উল্লেখ্য মুগ্ধ ৮ ম্যাচে এ নিয়ে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করেছে।