কমনওয়েলথ (ওপেন অনূর্ধ্ব-১০) দাবায় মুগ্ধ পঞ্চম

আন্তর্জাতিক জাতীয়

কমনওয়েলথ দাবা (ওপেন অনূর্ধ্ব-১০) চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের রায়ান রশিদ মুগ্ধ ৯ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে পঞ্চম হয়েছে। রেটিং অনুযায়ী মুগ্ধ এ আসরের শীর্ষবাছাই দাবাড়ু ছিল। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি।

তবে টানা ৯ জয় নিয়ে এ চ্যাম্পিয়নশিপের চতুর্থ শীর্ষবাছাই ভারতের রাহুল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।

মালয়েশিয়ার মেলাকা শহরে আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নবম বা শেষ রাউন্ডে মুগ্ধ শ্রীলঙ্কার কিরিনগোদা দিহাস রিথমিথাকে পরাজিত করে।

উল্লেখ্য ৭ দেশের ১৮ জন দাবাড়ু এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে।