
শীর্ষে মোস্তফা, জাভেদ দ্বিতীয়স্থানে
ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ডে ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে গোলাম মোস্তফা ভূঁইয়া পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।
এদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ দ্বিতীয়স্থানে অবস্থান করছেন।
অপরদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয়স্থানে রয়েছেন আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ, জাবেদ আল আজাদ ও মো. আমিনুল ইসলাম।
তবে ৪.৫ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছেন ফিদেমাস্টার মো. শরীফ হোসেন, স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, মো. নাসির উদ্দিন, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহ ও মো. জিলানী হোসেন মোল্লাহ।
বাংলাদেশ দাবা ফেডারেশনে ক্রীড়া কক্ষে ৬ এপ্রিল সকালে পঞ্চম রাউন্ডে গোলাম মোস্তফা ভূঁইয়া মোহাম্মদ শাকের উল্লাহকে, আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, মো. আমিনুল ইসলাম ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, স্বর্নাভো চৌধুরী মোহাম্মদ শফিকুল ইসলামকে, জাবেদ আল আজাদ মোহাম্মদ এনায়েত হোসেনকে, মো. নাসির উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার সাদনান হাসান দিহানকে, এমএম জহিরুল ইসলাম মো. মঞ্জুর আলমকে পরাজিত করেন। ফিদেমাস্টার মো. শরীফ হোসেন ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদের সাথে ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহ অনত চৌধুরীর সাথে ড্র করেন।
বিকেলে ষষ্ঠ রাউন্ডে গোলাম মোস্তফা ভূঁইয়া ফিদেমাস্টার মো. শরীফ হোসেনকে, ফিদেমাস্টার মো. জাভেদ ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, মো. আমিনুল ইসলাম ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, জাবেদ আল আজাদ এমএম জহিরুল ইসলামকে, অনত চৌধুরী আফনান জারিফ হক, মো. জিলানী হোসেন মোল্লা ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, ক্যান্ডিডেটমাস্টার চঞ্চল কুমার ঘোষ নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদকে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম মোহাম্মদ শাকের উল্লাহকে, ক্যান্ডিডেটমাস্টার মো. শরীয়তউল্লাহ নীলাভা চৌধুরীকে ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ক্যান্ডিডেটমাস্টার মো. মাছুম হোসেনকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফের সাথে ও স্বর্নাভো চৌধুরী মো. নাসির উদ্দিনের সাথে ড্র করেন।
৭ এপ্রিল রোববার দুপুর ২টা থেকে একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।